৬০ বিশিষ্টজনের মতামত নেবে সার্চ কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য যোগ্য ব্যক্তি বাছাইয়ে ৬০ জনের মতো বিশিষ্ট ব্যক্তির মতামত নেবে অনুসন্ধান (সার্চ) কমিটি। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আগামীকালের মধ্যে চিঠি দিয়ে তাদের পছন্দের ব্যক্তির নাম চাওয়া হবে।

মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুসন্ধান কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে অনুসন্ধান কমিটিকে সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান।

তিনি বলেন, ৬০ জনের মতো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠকে বসবে অনুসন্ধান কমিটি। আগামী শনি ও রোববার এই বৈঠক হবে। এছাড়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আগামীকালের মধ্যে চিঠি দিয়ে নাম চাওয়া হবে। দলগুলো শুক্রবারের মধ্যে তাদের প্রস্তাবিত নামগুলো জমা দিতে পারবে।

Related Articles

Back to top button