হাতিরঝিলে আত্মীয়ের বাসায় জবি ছাত্রের আত্মহত্যা

ঢামেক প্রতিনিধি
রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকার একটি বাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আত্মঘাতী ওই ছাত্রের নাম মোহাম্মদ মেহেবুল্লাহ তৌসিফ (২১)। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তৌসিফ আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে হাতিরঝিল থানার এসআই নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে মহানগর প্রজেক্ট এলাকায় আত্মীয়ের বাসা থেকে তৌসিফের লাশ উদ্ধার করা হয়। ওই বাড়ির পাঁচতলায় একটি কক্ষের সিলিংফ্যানের সঙ্গে ঝুলে ছিল তার লাশ। তার গলায় ওড়না পেঁচানো ছিল। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।

ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

তৌসিফের গ্রামের বাড়ি পটুয়াখালীতে। বাবার নাম মোহাম্মদ মেজবাহ উদ্দিন। এক সপ্তাহ আগে তিনি ঢাকায় আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য।

Related Articles

Back to top button