সেরা চলচ্চিত্র ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’

অনলাইন ডেস্ক

একাডেমি অ্যাওয়ার্ডসের সর্বশেষ আসরের রাতটা ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’-এর বললে ভুল হবে না। একের পর এক স্বীকৃতির পর সেরা সিনেমার পুরস্কারটি বাগিয়ে নিল ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট পরিচালিত এ সিনেমা।
বাংলাদেশ সময় আজ সোমবার (১৩ মার্চ) ভোরে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসে একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। সঞ্চালনায় ছিলেন জিমি কিমেল।

এর আগে সিনেমাটি জেতে সেরা পরিচালকের পুরস্কার। সেরা অভিনেত্রী হন মিশেল ইয়োহ। প্রথম এশিয়ান নারী হিসেবে এই বিভাগে তিনি পুরস্কার জিতলেন। সবশেষে আসে সেরা চলচ্চিত্রের ঘোষণা।
অস্কারের এই আসরের অন্যতম হট ফেবারিট ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’। এগারোটি মনোনয়নের মধ্যে জিতে নিয়েছে সাতটি। পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন কে হুয় কোয়ান ও জেমি লি কার্টিস। এ ছাড়া সেরা সম্পাদনা, সেরা চিত্রনাট্যের পুরস্কারও জিতেছে।

এর আগে গোল্ডেন গ্লোবসহ একাধিক আসরে আলো ছড়ায় ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’।

Related Articles

Back to top button