সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্রে মাসিক ২০ হাজার ডলারের লবিস্ট

নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে আমরা একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছি। এই প্রতিষ্ঠানটি দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করবে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মমন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নেলসন মুলিন্স নামের একটি প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছি আমরা। প্রতিষ্ঠানটি বাংলোদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও গভীর ও বেগবান করতে সহায়তা করবে বলে আমরা প্রত্যাশা করি।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নেলসন মুলিন্সকে প্রতি মাসে ২০ হাজার মার্কিন ডলার দেওয়া হবে। আগামী এক বছর এটা বহাল থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ওপর কোনো চাপ নেই। চাপে পড়ে আমরা কোনো ফার্ম নিয়োগ দিচ্ছি না। এছাড়া আগের বিজিআর ফার্মের নিয়োগও বহাল রয়েছে বলে জানান তিনি। বিজিআর পাবলিক রিলেশন্স মেইন্টেইন ও বাংলাদেশের ইতিবাচক খবর প্রচারে সহায়তা করে থাকে।

Related Articles

Back to top button