‘সব কিছুর মূল্য মেটাতে হবে রাশিয়াকেই’

আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার বলেছেন, রুশ হামলায় ধ্বংস হওয়া ইউক্রেনের প্রতিটি অবকাঠামো মেরামত করা হবে। আর এসব মেরামতের খরচ মেটাতে হবে মস্কোকেই। বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, আমরা প্রতিটি বাড়ি, প্রতিটি রাস্তা, প্রতিটি শহর মেরামত করব। আর রাশিয়ার উদ্দেশ্যে বলতে চাই: ক্ষতিপূরণ এবং অবদান রাখা শব্দগুলো শিখুন। আপনারা ইউক্রেনের বিরুদ্ধে যা করেছেন তার জন্য আমাদের প্রতিদান দেবেন।

ভিডিওতে তিনি বলেন, ইউক্রেনের সৈন্যরা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে তবে বুধবার মধ্যরাত থেকে শহরগুলোর ওপর বিরামহীনভাবে রুশ গোলাবর্ষণ চলছে।

এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ করে তিনি বলেন, বাড়ি যান, আপনার নিজের বাড়িতে।

জেলেনস্কি বলেন, পুতিনের রুশভাষী জনগণের জন্য লড়া উচিত, পুরো বিশ্বের জন্য নয়।

এ সময় জেলেনস্কি রুশ হামলাকে ভাইরাস হিসেবে উল্লেখ করে বলেন, দুই বছর আগে ইউক্রেনে প্রথম কোভিড সংক্রমণ ধরা পড়ে। এক সপ্তাহ আগে নতুন আরেকটি ভাইরাস আঘাত হেনেছে এখানে।

এদিকে, ইউক্রেনের রাশিয়ার হামলার এক সপ্তাহে প্রায় ৯ হাজার রুশ সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, আমাদের ওপর পূর্ণ মাত্রায় হামলা শুরুর পর থেকে মস্কোর নয় হাজারের মতো সেনাকে হত্যা করা হয়েছে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে দেশজুড়ে ভয়াবহ সংঘাত চলছে।

Related Articles

Back to top button