শিগগিরই পূর্ব ইউরোপে সেনা পাঠাচ্ছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
পূর্ব ইউরোপে ন্যাটোর শক্তি বাড়াতে খুব শিগগিরই সেখানে স্বল্প সংখ্যক সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক শক্তি জোরদারের প্রেক্ষিতে উত্তেজনা বাড়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার এ ঘোষণা দেন।

ফিলাডেলফিয়া থেকে ওয়াশিংটনে ফিরে সাংবাদিকদের তিনি বলেন, পূর্ব ইউরোপ ও ন্যাটোর দেশসমূহে আমি স্বল্পসংখ্যক সেনা পাঠাচ্ছি।

পশ্চিম ইউরোপে যুক্তরাষ্ট্রের কয়েক হাজার সেনা মোতায়েন রয়েছে। এখন উত্তেজনার প্রেক্ষিতে পূর্ব ইউরোপে সেনা পাঠানোর বিষয়ে আলোচনা করছে পেন্টাগন।

চলতি সপ্তাহে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, ন্যাটোকে সহায়তা করতে সম্ভাব্য মোতায়েনের জন্য সাড়ে আট হাজার সৈন্যকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

ইউক্রেন ন্যাটোর সদস্য নয়। কিন্তু যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে রাশিয়া ইউক্রেনে হামলা চালালে তা প্রতিবেশী ন্যাটোর দেশসমূহেও ছড়িয়ে পড়তে পারে।

ইউক্রেনে হামলা চালানোর রাশিয়ার কোন পরিকল্পনা নেই, পুতিন এ কথা বারবার বলে আসলেও দেশটি ইউক্রেন সীমান্তে এক লাখেরও বেশি সৈন্য মোতায়েন করে রেখেছে।

এদিকে বাইডেন বলেছেন, আমরা মূলত পোল্যান্ড ও রোমানিয়ায় সেনা উপস্থিতি বাড়াতে চাচ্ছি। এ দু’টি দেশ ন্যাটোরই অংশ।

এর আগে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, রাশিয়া আগামী মাসে ইউক্রেন আক্রমণ করতে পারে। বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোন কথোপকথনে মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।

এদিকে রাশিয়া বলেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রধান দাবি প্রত্যাখ্যান করার পর সংকট সমাধানে তারা আর কোনো আশার আলো দেখছে না। তবে তারা ইউক্রেনে হামলার কোনো পরিকল্পনা করছে না।

Related Articles

Back to top button