শিক্ষার্থীরা পেল করোনার টিকা

করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সারা দেশে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। করোনাভাইরাস সংক্রমণ রোধে সোমবার সকালে ঢাকায় শুরু হয়েছে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও শিক্ষামন্ত্রী দীপু মনি।