লাখাইয়ে বানের পানিতে ভেসে গেল চার শতাধিক পুকুরের মাছ

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের লাখাই উপজেলায় বানের পানিতে ছোটবড় চার শতাধিক পুকরের মাছ ভেসে গিয়ে চাষিদের প্রায় পৌনে চার কোটি টাকা ক্ষতি হয়েছে। বন্যার শুরুতে পুকুরগুলোর চারদিকে জাল ও বাঁশের পাটি ব্যবহার করা হলেও শেষ রক্ষা হয়নি।

জানা গেছে, উপজেলার করাব, মুড়িয়াউক, বামৈ ও মোড়াকড়ি ইউনিয়নের পুকুরগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খোঁজ নিলে ক্ষতিগ্রস্ত পুকুরের সংখ্যা আরও বেশি হবে বলে জানিয়েছে মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর।

সিংহগ্রামের মাছ চাষি আব্দুল কদ্দুছ বলেন, আমি এ বছর চারটি ব্যক্তি মালিকানাধীন পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেছিলাম। মাছগুলো বেশ বড় হয়েছিল। বন্যায় সবকটি পুকুর তলিয়ে মাছ হাওরে ভেসে গেছে। একইভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন আরও কয়েকজন মৎস্যচাষি।

উপজেলা মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার বন্যায় লাখাইয়ে চার শতাধিক পুকুরের মাছ হাওরে ভেসে গেছে। তলিয়ে যাওয়া পুকুরের মোট আয়তন প্রায় ৮০.৬৫ হেক্টর। এতে সম্ভাব্য ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি ৮৮ লাখ ৮ হাজার টাকা। তবে ক্ষতিগ্রস্ত পুকুরের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানালেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার।

Related Articles

Back to top button