লাইফ সাপোর্টে হেফাজত মহাসচিব

নিজস্ব প্রতিবেদক
হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নূরুল ইসলাম জিহাদীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।

রবিবার (২৮ নভেম্বর) ছোট ছেলে মাওলানা রাশেদ বিন নূর এক ফেসবুক স্ট্যাটাসে তার বাবার সুস্থতা কামনা করে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, নূরুল ইসলাম জিহাদীকে বর্তমানে হাসপাতালের নিবীড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

রাশেদ বিন নূর জানিয়েছেন, অতিমাত্রায় পেরেশানি ও লাগাতার ব্যস্ততার কারণে বিশ্রামের অভাব হঠাৎ স্ট্রোক করেন বাবা। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তারের তত্ত্বাবধায়নে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে শনিবার বিকেলে তিনি জাতীয় প্রেসক্লাবে ওলামা-মাশায়েখ সম্মেলনে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

Related Articles

Back to top button