রুশ হামলায় ইউক্রেনের হাজার কোটি ডলারের সম্পদের ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনে দেশটির ক্ষতির পরিমাণ হাজার কোটি ডলার ছাড়িয়েছে।
দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ওলেগ উসটেনকো বৃহস্পতিবার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। খবর ডেইলি সাবাহর।
বৃহস্পতিবার এক ভাষণে ওলেগ উসটেনকো বলেন, ‘রুশ বাহিনী এখন পর্যন্ত ইউক্রেনের অবকাঠামোসহ অন্তত ১০০ বিলিয়ন ডলার মূল্যের সম্পদ ধ্বংস করেছে।’
রুশ হামলায় ইউক্রেনের ৫০ শতাংশ ব্যবসা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে বলেও জানান জেলেনস্কির এ উপদেষ্টা।
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, প্রায় ২০ লাখ মানুষ শহরটি ছেড়ে পালিয়ে গেছে। এ সংখ্যা সেখানকার মোট জনসংখ্যার প্রায় অর্ধেক।