রাশিয়ায় ব্যাবসা গুটিয়ে নেওয়া প্রতিষ্ঠান নিয়ে যা বললেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিদেশি প্রতিষ্ঠানের সম্পদ জব্দের হুমকি দিয়েছেন। বৃহস্পতিবার রুশ টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি এই হুমকি দেন বলে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় কার্যক্রম গুটিয়ে নেওয়া বিদেশি কোম্পানিগুলোর সম্পদ রুশ সরকার জব্দ করতে পারে বলে জানিয়েছেন পুতিন।

তিনি বলেন, রাশিয়া তাদের উৎপাদন সুবিধাগুলো বন্ধ করে দিয়ে ‘ওই প্রতিষ্ঠানগুলোতে যারা কাজ করতে ইচ্ছুক তাদের হাতে তুলে দিতে পারে’।

আর কাজের জন্য আইনি উপায় খোঁজা হবে বলেও জানান তিনি।

গত ২৪ ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানের’ ঘোষণা দেওয়ার পর পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে। এর জেরে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান রাশিয়ায় ব্যবসা বন্ধ করার ঘোষণা দিয়েছে।

Related Articles

Back to top button