রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য ইসরাইলই ‘মোক্ষম’ স্থান: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য ইসরাইলই ‘মোক্ষম’ স্থান।

জেলেনস্কি রোববার ভিডিওকলে ইসরাইলের পার্লামেন্ট নেসেটে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন। খবর আরব নিউজের।

এ সময় তিনি বলেন, জেরুজালেমই হতে পারে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার জন্য মোক্ষম স্থান।

ইসরাইলি সংসদ সদস্যদের উদ্দেশে জেলেনস্কি বলেন, জার্মানিতে ১০২ বছর আগে এনএসডিএপি নামে পরিচিত নাৎসি পার্টি ২৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছিল। এ বছর ওই তারিখেই রাশিয়া ইউক্রেন আক্রমণ করে।

কয়েকজন আত্মীয়ও হলোকাস্টে মারা গেছে উল্লেখ করে ইহুদি ধর্মের অনুসারি জেলেনস্কি বলেন, তারা (রাশিয়া) ওই কথাগুলো আবার বলছে— ‘চূড়ান্ত সমাধান’- আমাদের সম্পর্কে, ইউক্রেনীয় জাতি সম্পর্কে… মস্কোর বৈঠকে এসব কথা বলা হয়।

এ সময় তিনি রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের জনগণের প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানান।
সূত্র : আরব নিউজ

Related Articles

Back to top button