রাশিয়ার বিরুদ্ধে চতুর্থ দফায় নিষেধাজ্ঞা আরোপ করছে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর কারণে ইউরোপীয় ইউনিয়ন চতুর্থ দফায় নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে রাশিয়ার ওপর।

সোমবার রাতে এ কথা জানিয়েছে ফ্রান্স। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু প্রকাশ করেনি প্যারিস। খবর ডেইলি সাবাহর।

বিস্তারিত কিছু না জানালেও ধারণা করা হচ্ছে— রাশিয়ার অর্থনীতির বিভিন্ন সেক্টরে এবার নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইইউ।

বর্তমানে ইইউর সভাপতির দায়িত্বে আছে ফ্রান্স। ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসনে সমর্থন দেওয়ায় বেলারুশের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে যাচ্ছে ইইউ।

ইইউ রাশিয়ার ওপর প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে গত ২৩ ফেব্রুয়ারি। এর আওতায় ইইউ রাশিয়ার রাজনীতিবিদদের কালো তালিকাভুক্ত করেছে এবং রাশিয়ার স্বীকৃতি পাওয়া পূর্ব ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের সঙ্গে বাণিজ্য কমিয়েছে।

Related Articles

Back to top button