রাজস্থলীতে সেনাবাহিনী গোপন সংবাদে অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

চাইথোয়াইমং মারমা (রাঙামাটি)
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ও শেষ পার্শবর্তী রাঙ্গুনিয়া সীমান্তবর্তী এলাকায় কাপ্তাই জোনের অধীনে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ তসলিম এর নেতৃত্বে বুধবার (৬ অক্টোবর২০২১) সকাল ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে এক মিনি ট্রাক ভর্তি অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

বিশেষ সুত্রে জানা যায়, রাজস্থলী উপজেলার, দূর্গম এলাকা হতে আটক কৃত এসব অবধৈ সেগুন কাঠ গুলো নিয়ে চট্রগ্রামের রাঙ্গুনিয়া সরফভাটায়, গুডাম দিকে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয় কাঠ মিনি ট্রাক বোঝাই ভর্তি গাড়িটি, অর্ধেক মাঝ পথে সেনাবাহিনী উক্ত অবৈধ পাচার কাঠ বোঝাই গাড়িটি জব্দ করে, সাথে সাথে রাঙ্গুনিয়া খুরুশিয়া রেঞ্জের বিট কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানা যায় ।
এব্যাপারে বিট কর্মকর্তা গণমাধ্যমকে জানান, মোট ১৯৮ টুকরা গোল সেগুন কাঠ সহ ১৫৯.২৮ঘনফুট জব্দ বন আইনে ৪১/৪২ধারা মামলা রুজু করা হয়। সেগুন কাঠ জব্দ কৃত পরিমাণ মূল্যে প্রায় আড়াই লক্ষ টাকা বলে জানা যায়।

Related Articles

Back to top button