রাজবাড়ীতে দুর্ঘটনায় এক পরিবারের ৫ জনসহ নিহত ৬

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।

বুধবার (১ জুন) সকাল পৌনে ৯টার দিকে মহাসড়কের কালুখালী চাঁদপুর ফায়ার স্টেশনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একই পরিবারের ৫ জন ও অটো চালক রয়েছেন। নিহতরা সবাই রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পুঁইজোর এলাকার বাসিন্দা।

নিহতরা হলেন- পাংশা উপজেলার পুঁইজোর ৭ নং ওয়ার্ডের মো. বশির মিয়ার ছেলে অটো চালক মো. নাসির (৩৫), মোতালেব হোসেনের স্ত্রী মসিরন বেগম (৬০), মসিরন বেগমের মেয়ে মরিয়ম বেগম (৪৫), মর্জিনা বেগম (৪০), মসিরনের ছেলের স্ত্রী রাবেয়া বেগম (৩০), মর্জিনার ছেলে (১০)।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা বলেন, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সেগুলো রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Related Articles

Back to top button