রসুনে ডাবল সেঞ্চুরি, বেড়েছে চিনির দামও

ময়মনসিংহ প্রতিনিধি
চলতি সপ্তাহে ময়মনসিংহে বেড়েছে চিনির দাম। বিক্রি হচ্ছে ৮৩ থেকে ৮৪ টাকা কেজিতে। একই সঙ্গে ডাবল সেঞ্চুরি হয়েছে ভারতীয় রসুনের দাম। বেড়েছে আলু ও ডালের দামও। অন্যদিকে খাদ্যের দাম বাড়ায় কমেছে মাছের উৎপাদন, বেড়েছে দাম।
শনিবার (৪ জুন) বিকেলে ময়মনসিংহ মহানগরীর শম্ভুগঞ্জ মধ্য বাজার ঘুরে এমনটা জানা যায়।
বাজারের ব্যবসায়ী খোকন মিয়া জানান, দেশি রসুন গত সপ্তাহে ৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১২০ টাকা। ভারতীয় রসুনেও ২০ টাকা বেড়ে ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। দেশি আলু ৫ টাকা বেড়ে ৩০ টাকা, হল্যান্ড আলু ৫ টাকা বেড়ে ২৫ টাকা, আদা ৫ টাকা বেড়ে ৮০ এবং পেঁয়াজ ৩৫ টাকা কেজি বিক্রি করছি।
একই বাজারের রাজলক্ষ্মী স্টোরের বিক্রেতা বোলানাথ দাস জানান, চিনি গত সপ্তাহে ৮০ টাকা বিক্রি করলেও এ সপ্তাহে ৩ থেকে ৪ টাকা বেড়েছে। এদিকে বেড়েছে কয়েক প্রকার ডালের দাম।
তিনি আরও জানান, ফুটবল মসুর ডাল প্রতি কেজি ১১০ টাকা, দেশি মসুর ডাল ১৩০ টাকা, ভাঙ্গা মাসকলাই ১৩০ টাকা, মাসকলাই ৫ টাকা বেড়ে ৯০ টাকা, খেসারি ৭৫ টাকা, মুগডাল ১৩০ টাকা, ছোলার ডাল ৯০ টাকা। এদিকে, বোতলজাত সয়াবিন ১৯৮ টাকা, খোলা ২১০ টাকা এবং কোয়ালিটি ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
মাছ মহালের মাছ বিক্রেতা রাসেল মিয়া বলেন, প্রতিদিন যে পরিমাণ মাছ বাজারে আসতো, এখন তার অর্ধেকও আসে না। এতে সব প্রকার মাছের দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে।
তিনি জানান, পাঙ্গাশ ১৪০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, মৃগেল ২৫০ টাকা, কারপু ২৪০ টাকা, ছোট রুই ২৫০ টাকা, শোল ৬০০ টাকা, শিং ৪০০ টাকা, চিতল ৮০০ টাকা, বাগদা চিংড়ি ৭০০ টাকা, কাতল ৪০০ টাকা, গ্রাসকার্প ২৮০ টাকা, মলা ৩০০ টাকা, মাগুর ৪০০ টাকা, দেশি চিংড়ি ৮০০ টাকা, রাজপুঁটি ২২০ টাকা, দেশি পুঁটি ২৫০ টাকা, কৈ ২৫০ টাকা, টেংরা ৪৪০ টাকা, পাবদা ৩৩০ টাকা, বাইম ৫৫০ টাকা, টাকি ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
একই বাজারের সবজি বিক্রেতা নুর মোহাম্মদ জানান বলেন, সবজির দামে তেমন ওঠানামা নেই। প্রতি কেজি কচুর মুখি ৪০ টাকা, পটল ৩০ টাকা, করলা ৩০ টাকা, লাউ ৪০ টাকা, বেগুন ৩০ টাকা, লতা ৫০ টাকা, ঢেঁড়স ১০ টাকা, ধুন্দুল ২০ টাকা, ঝিঙে ৩০ টাকা, কাকরোল ৪০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, শসা ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, টমেটো ৫০ টাকা, গাজর ১০০ টাকা, বরবটি ৪০ টাকা বিক্রি হচ্ছে।
মাংস মহালের মাংস বিক্রেতা রশিদ জানান, প্রতি কেজি খাসির মাংস ৯০০ টাকা, গরুর মাংস ৬৫০ থেকে ৬৮০ টাকা কেজিতে বিক্রি করছি। ব্রয়লার মুরগি ৫ টাকা কমে ১৪০ টাকা, সোনালী মুরগি ২০ টাকা কমে ২৮০ টাকা, লেয়ার ২৮০ টাকা, সাদা কক ২৩০ টাকা, দেশি মুরগি ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।