রইলেন শুধু তৈমুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা থেকে সরে এসেছেন বিএনপির সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বুধবার সকালে গণমাধ্যমকে মুহাম্মদ গিয়াসউদ্দিন নির্বাচন না করার কথা জানিয়েছেন। আর সংবাদ সম্মেলন করে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এছাড়াও স্বতন্ত্র হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালও তার মনোনয়ন জমা দেননি। সেক্ষেত্রে বিএনপির একক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রইলেন হেভিওয়েট প্রার্থী তৈমুর আলম খন্দকার।

এর আগে রোববার (১২ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আকরাম হোসেন খান ও মাজেদুল ইসলাম। আর ৫ ডিসেম্বর জেলা নির্বাচন অফিস থেকে সাখাওয়াত হোসেন নিজে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের দুইজনেরই মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।

বুধবার ছিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এ দিন সকালে মুহাম্মদ গিয়াসউদ্দিন ও দুপুরে শাখাওয়াত হোসেন নির্বাচন থেকে সরে আসার ঘোষণায় সিটি নির্বাচনে নয়া আমেজ বইতে শুরু করছে।

মেয়র পদে অন্য প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভী, বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত প্রার্থী মো. রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলার সভাপতি এবিএম সিরাজুল মামুন, খেলাফত আন্দোলনের মোহাম্মদ জসিম উদ্দিন, জয় বাংলা নাগরিক কমিটির মনোনীত প্রার্থী কামরুল ইসলাম বাবু।

সব কিছু ঠিক থাকলে মেয়র পদে লড়াইটা জমবে বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভী ও বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাড তৈমুর আলম খন্দকারের সঙ্গেই। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করবেন আইভী। আর তৈমুর স্বতন্ত্র প্রার্থী, তার ভাষ্য- আমার মার্কা জনগণ।

এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মোট ভোটার সংখ্যা রয়েছে ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৯ হাজার ৮৩৪, মহিলা ২ লাখ ৫৭ হাজার ৫১৯ ও তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার। ভোট গ্রহণের জন্য মোট কেন্দ্র রয়েছে ১৮৭টি এবং এর মধ্যে ভোট কক্ষ ১ হাজার ৩০১টি। এছাড়া অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা ৯৫টি। এবার নতুন ভোটারের অধিকাংশই তরুণ।

তফসিল অনুযায়ী, ২০ ডিসেম্বর নাসিক নির্বাচনের মনোনয়নপত্র বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর। আর ভোটগ্রহণ ১৬ জানুয়ারি।

Related Articles

Back to top button