‘যুদ্ধই পুতিনের শেষের শুরু’

আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘শেষের শুরু হতে পারে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্কাই নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা ইউক্রেনীয়দের শক্তিশালী এবং সাহসী প্রতিরোধ দেখতে পাচ্ছি। যুক্তরাজ্য ইউক্রেনীয়দের অস্ত্র ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার বিশ্বাস পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার অর্থনীতির ক্ষতির কারণে পুতিন ‘একটি কৌশলগত ভুল করছেন’।
তবে পুতিন যুদ্ধটি ‘কয়েক বছর ধরে’ চালিয়ে নিতে পারে বলেও আশঙ্কা করেছেন লিজ ট্রাস। যদিও যুদ্ধ দ্রুতই শেষ হওয়ার জন্য আশা প্রকাশ করেছেন তিনি।
তিনি বলেন, ‘আমি আশঙ্কা করছি যে এই সংঘর্ষ খুব রক্তক্ষয়ী হতে পারে’।
এ সময় যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাস বলেন যে তিনি ‘ধনী রাশিয়ানদের একটি তালিকা করেছেন’। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চলমান থাকবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।