মেসির ১০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন তিনি

স্পোর্টস ডেস্ক
লিওনেল মেসির মাঠে নামা মানেই নতুন রেকর্ড উপহার। সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জয় করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

এরপরও মেসিকে ঘিরে আলোচনার বিষয় তার এসিস্ট। এসিস্টের রাজা বলা হয় তাকে।

আর সেখানেই মেসিকে হারিয়ে দিয়েছেন আয়াক্স আমস্টারডামের মিডফিল্ডার দুসান তাদিচ!

মেসির ১০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন তিনি।

২০১১ সালে এক বছরে সতীর্থদের দিয়ে ৩৬ গোল করিয়েছিলেন মেসি। তিনি নিজেও করেন ৫৫ গোল। সেবার তার দুর্দান্ত পারফরম্যান্সে লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগ জিতে বার্সেলোনা।আর অবধারিতভাবেই ব্যালন ডি’অর নিজের করে নেন মেসি।

এবার মেসির সেই এসিস্টের রেকর্ড ডিঙিয়ে গেলেন দুসান। রোববার আলকমারের বিপক্ষে ম্যাচের ৭৩ মিনিটে সতীর্থ সেবাস্তিয়ান হলারকে দিয়ে গোল করান দুসান। তাতেই মেসির কীর্তিকে পেছনে ফেলেন এই সার্বিয়ান ফুটবলার। চলতি বছরের ৩৭তম অ্যাসিস্ট ছিল সেটি দুসানের।

অবশ্য মেসির রেকর্ড ভাঙার দিনে ম্যাচ জেতাতে পারেননি দুসান তাদিচ। তার দল যে শেষমেশ ম্যাচটা হেরেছে ২-১ গোলে।

তবে এসিস্টের সংখ্যাটি আরো উপরে নিয়ে যেতে পারেন দুসান। আজ ফেইনুর্দের মুখোমুখি হবে আয়াক্স। সেখানে আরও অ্যাসিস্ট নিয়ে রেকর্ডটা আরেকটু সুরক্ষিত করার আশা করতেই পারেন এই সার্বিয়ান তারকা।

তথ্যসূত্র: ডেইলি মেইল

Related Articles

Back to top button