মাননীয় প্রধানমন্ত্রী সমীপে

রিজার্ভ মজবুত রাখতে-
১). রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানো জরুরি!
এখন ২.৫% দিচ্ছেন, এটা কমপক্ষে ৩% করুন। তাহলে বৈধ পথে রেমিট্যান্স আসবে? এখন হুন্ডিতে দাম বেশি পাওয়া যায়।
২). বিদেশ থেকে যে কোন পরিমাণ নগদ
ডলার নিয়ে আসলে বিমানবন্দরে ঘোষণা দেয়া বন্ধ করুন। কাষ্টমস হয়রানির ভয়ে অনেকেই আনেন না বা আনলেও বলেন না!
৩) ইন্ডেন্টিং এবং কনসালটেন্সির প্রাপ্ত কমিশন থেকে এখন ১০% – ১৫% আয়কর কর্তন করা হয়। এ কারণে এক্ষেত্রের কমিশন হুন্ডিতে আসে বা অন্য দেশে পাচার হয়, এটা সর্বোচ্চ ৫% করুন।
৪). বেশি শুল্কের পণ্য যেমন বিভিন্ন ফল, ক্যামিকেল, বিভিন্ন বিদেশী খাবারে ট্যাক্স ফাঁকির সুবিধার্থে ৫০% -৮০% টাকা হুন্ডিতে যাচ্ছেল। ট্যাক্স কমানো হলে হুন্ডি বন্ধ হবে।
৫). যে পণ্যগুলো ৭০%- ১০০% আমদানি নির্ভর সেটার তালিকা প্রকাশ করে দেশীয় শিল্প বিকাশে অর্থায়ন করতে ব্যাংক গুলোকে নির্দেশনা দিন। ধীরে ধীরে আমরা সকল ক্ষেত্রে স্বাবলম্বিতা অর্জন করব।
কোন টেনশন করতে হবেনা -এদেশ পাকিস্তান-ভারত বা শ্রীলঙ্কা হবেনা। হবে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ!
অধ্যাপক জাহাঙ্গীর আলম
সম্পাদক
দৈনিক প্রাচ্যবাণী
কার্যনির্বাহী সদস্য, যুবলীগ কেন্দ্রীয় কমিটি