মস্কো যাচ্ছেন শি জিনপিং
আন্তর্জাতিক ডেস্ক

ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য রাশিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চলতি সপ্তাহে এই সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর বিবিসি।
‘বিস্তৃত অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা’ নিয়ে দুই নেতা আলোচনা করবেন বলে জানিয়েছে ক্রেমলিন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে শি জিনপিং ২০-২২ মার্চ মস্কো সফর করবেন।
পররাষ্ট্র দফতরের মুখপাত্র হুয়া চুনিইং বলেন, ইউক্রেন যুদ্ধের ব্যাপারে চীন একটি ‘নিরপেক্ষ ও ন্যায্য’ অবস্থান নেবে এবং শান্তির লক্ষ্যে আলোচনার জন্য গঠনমূলক ভূমিকা পালন করবে।
সম্প্রতি ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকরে রুশ মিত্র বেইজিং একগুচ্ছ প্রস্তাব দিয়েছে। ওই প্রস্তাবকে পশ্চিমারা স্বাগত জানানোর কয়েক দিন পর গতকাল শুক্রবার (১৭ মার্চ) সফরের ঘোষণা এল।
একইসঙ্গে পশ্চিমা দেশগুলো মস্কোকে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে বেইজিংকে সতর্ক করে যাচ্ছে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটিই হবে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রথম রাশিয়া সফর। আগামী সোমবার পুতিনের সঙ্গে তার মধ্যাহ্নভোজ ও পরদিন আলোচনার কথা রয়েছে।
এদিকে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত রাশিয়ার শিশু অধিকার কমিশনার মারিয়া আলেক্সিয়েভনা লভোভা বেলোভার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
গতকাল শি জিনপিংয়ের মস্কো সফরের ঘোষণা আসার কয়েক ঘণ্টা পর এই খবর আসে।
আন্তর্জাতিক অপরাধ আদালতে পুতিন ও মারিয়া আলেক্সিয়েভনা লভোভা বেলোভার বিরুদ্ধে ইউক্রেন থেকে শিশুদের জোরপূর্বক নির্বাসিত করার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।