ভোটের সংঘাতে ১০০ প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ ইসির

নিজস্ব প্রতিবেদক
এবার আট ধাপে চার হাজার ১৩৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট হয়েছে। এতে গড়ে ৭২ দশমিক ২০ শতাংশ ভোট পড়েছে।এসব নির্বাচনে ১০০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

এ সময় ইসির অতিরিক্ত সচিব স্বীকার করেন, নির্বাচন চলাকালে ১০০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি।

অশোক কুমার দেবনাথ বলেন, সারা দেশে শান্তিপূর্ণভাবে অষ্টম ধাপের সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ ধাপের দুটি ইউপিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে এখন পর্যন্ত শেষ হওয়া আটটি ধাপে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের সংখ্যা দাঁড়াল ৩৭১ জনে। এবার ৩৯৪টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এরপরও কোথাও কোথাও সহিংস ঘটনা ঘটেছে। এতে কিছু প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। এজন্য নির্বাচন কমিশন দুঃখ প্রকাশ করছি।’

Related Articles

Back to top button