ভাড়া বাড়াতে সরকারের সঙ্গে লঞ্চ মালিকদের বৈঠক বিকালে

নিজস্ব প্রতিবেদক
লঞ্চ মালিকদের ধর্মঘটের দ্বিতীয় দিনে সারাদেশে অচল নৌপথ। আজও ঘাট থেকে কোনো লঞ্চ ছাড়েনি। এতে দুর্ভোগের শেষ নেই নৌপথে চলাচলকারীদের।

জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া বাড়ানোর প্রস্তাবের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত না নেওয়ায় শনিবার থেকে লঞ্চ চালানো বন্ধ রেখেছেন মালিকরা। পরিপ্রেক্ষিতে একই দাবিতে সরকারের সঙ্গে আবারও বৈঠকে বসতে যাচ্ছে লঞ্চ মালিক মালিকরা।

আজ বিকাল ৩টায় মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে এই বৈঠক হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান। তিনি জানান, বৈঠকে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌ সচিব ও বিআইডব্লিউটি উপস্থিত থাকতে পাবেন।

বৃহস্পতিবার থেকে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্নির্ধারণ করেছে সরকার। ডিজেলের দাম বাড়ানোয় ভাড়া বাড়ানোর দাবি করেন লঞ্চ মালিকরা। শনিবারের মধ্যে ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় ওইদিন বিকেল থেকে লঞ্চ চালানো বন্ধ করে দেন মালিকরা।

Related Articles

Back to top button