ব্রাজিলে বন্যা-ভূমিধসে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
ভারি বৃষ্টিপাতে ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যজুড়ে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়ে গেছেন অন্তত ১৩ জন।

শনিবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির গত দুদিনের দক্ষিণ-পূর্ব রাজ্যের আটলান্টিক উপকূলের বিস্তৃত অংশে ঝড় আঘাত হানে। একাধিক এলাকায় ভূমিধসের ঘটনায় প্রাণহানি হয়েছে। এর মধ্যে পর্যটন শহর পারাটিতে ভূমিধসে পাঁচ সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে।

দেশটির কংগ্রেস সদস্য মার্সেলো ফ্রেক্সো বলেন, মেসকুতা ও আংরা দে রেইস শহরে ভূমিধসে প্রাণ গেছে আরও দুজনের। ভূমিধসে অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন।

আরেক পর্যটন শহর আংরা দে রেইসে ভূমিধসে চাপা পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে মেসকুতা শহরে বিদ্যুৎস্পর্শ হয়ে এক ব্যক্তি (৩৮) মারা গেছেন।

গত দুদিন ধরে রিও ডি জেনিরো রাজ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। গত শুক্রবার রাতে প্রচণ্ড ঝড়ের কারণে জলোচ্ছ্বাস দেখা দেয়। এতে শহরের অনেক রাস্তা তলিয়ে তীব্র স্রোতে অনেকের গাড়ি ভেসে যায়।

পাহাড়ি এলাকায় ভূমিধসে সেখানকার দরিদ্র অধিবাসীরা প্রতি বছর এ ধরনের ট্র্যাজেডির শিকার হন।
সূত্র : আলজাজিরা

Related Articles

Back to top button