ব্যাংকঋণের সুদহারে পরিবর্তন আসছে

অনলাইন ডেস্ক

ব্যাংকঋণের সুদহারের পরিবর্তন আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি বলেছেন, বিদ্যমান বেঁধে দেওয়া সুদহার তুলে দিয়ে বাজারভিত্তিক রেফারেন্স রেট বিকাশে কাজ করা হচ্ছে। এ ছাড়া বিনিময় হার বাজারভিত্তিক ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও কাজ করছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত আন্তর্জাতিক বিজনেস সামিট অনুষ্ঠানে দ্বিতীয় দিনের ‘লং টার্ম ফাইন্যান্স’ শীর্ষক প্লেনারি সেশনে এসব কথা বলেন গভর্নর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বিনিময় হার স্থিতিশীল রাখার চেষ্টা করছি। আমরা একাধিক হারও বাদ দেব। সুদের হার নিয়ে কাজ করছি, শিগগিরই একটি বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থা দেখতে পাবেন। এরই মধ্যে আমানতের সুদের হারের ফ্লোর এবং সিলিং প্রত্যাহার করা হয়েছে। সুদহারের একটি করিডর দেওয়া হবে, যেটা হবে বাজারভিত্তিক রেফারেন্স রেট অনুযায়ী। শিগগিরই নতুন এ উদ্যোগ চালু করতে সক্ষম হবো।
খেলাপিঋণ নিয়ে গভর্নর বলেন, ব্যাংক খাতে ঋণখেলাপি কমাতে আমরা উদ্যোক্তাদের ঋণের বদলে গ্যারান্টি দেব। উদ্যোক্তারা শেয়ারবাজার থেকে বিনিয়োগ তুলবেন, ব্যাংক গ্যারান্টি থাকলে বিনিয়োগকারীরা আশ্বস্ত হবেন। অন্যদিকে যারা টাকা নিচ্ছেন তাদের মধ্যে খেলাপির মনোভাব কমবে। অর্থনীতির দিকগুলোকে শক্তিশালী করতে বন্ড মার্কেটকে শক্তিশালী করার দিকে জোর দেওয়া হচ্ছে। বন্ড মার্কেট শক্তিশালী করতে পারলে বাজারে বিনিয়োগের ধারা বাড়বে।

ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখার বলেন, ব্যাংক খাতের ক্যান্সার খেলাপিঋণ। খেলাপিঋণ ব্যাংক খাতে ক্ষতি সৃষ্টি করে, ভয়ানক খারাপ পরিস্থিতি তৈরি করে। আমানতকারী ও শেয়ারহোল্ডারদের রক্ষা করতে খেলাপিঋণ কমাতে হবে।

Related Articles

Back to top button