বেলজিয়ামে ইসলামিক কালচার সেন্টার মসজিদের নির্বাচন সম্পন্ন

ব্রুসেলস (বেলজিয়াম) প্রতিনিধি
বেলজিয়ামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী ভোট প্রদানের মাধ্যমে ইসলামিক কালচার সেন্টার মসজিদ ব্রাসেলস’র পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় শনিবার ও রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আজহার প্রধান নির্বাচন কমিশনার ও সাফিউল ইসলাম এবং সাইদুর রহমান প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। মসজিদ পরিচালনা গঠনতন্ত্র অনুযায়ী ৮ সদস্যের মধ্যে নির্বাচনের পূর্বেই দুইজনকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়।

নির্বাচিতরা হলেন, সহিদুল হক ও মোহাম্মদ সেলিম। বাকি ৬টি পদের জন্য ৪টি প্যানেল থেকে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে ছানোয়ার আলী ছিদ্দীক প্যানেল ৪১৮ ভোট পেয়ে প্রথম, আলী সৈয়দ আশীক ৪১০ ভোট পেয়ে দ্বিতীয় ও মোফাজ্জল হোসেন ৩৮৭ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করাসহ তিনটি প্যানেল থেকে ৬ জন সদস্য নির্বাচিত হন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা,ভোটার ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button