বিএনপি নেতা আমীর খসরু সস্ত্রীক করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার তাদের করোনার নমুনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে।
আমির খসরু ও তার স্ত্রী রাজধানীর বাসায় অবস্থান করছেন। সেখানেই তাদের চিকিৎসা চলছে।
এ তথ্য নিশ্চিত করেছেন আমির খসরু। তিনি বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, সর্দি-জ্বর, শরীর ব্যথাসহ কিছু উপসর্গে ভুগছি। ডাক্তারের পরামর্শে বাসায়ই চিকিৎসা নিচ্ছি।
বিএনপির আরও কয়েকজন নেতা কোভিডে আক্রান্ত। সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার তার করোনা পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনও করোনাভাইরাসে আক্রান্ত। তারা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।