‘বাফটা ২০২৩’ জিতল যারা

অনলাইন ডেস্ক

অনুষ্ঠিত হয়ে গেল বছরের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস’, যা ‘বাফটা’ নামে পরিচিত। রবিবার (১৯ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের লন্ডনের রয়্যাল ফেস্টিভাল হলে অনুষ্ঠিত হয়েছে এ বছরের ‘বাফটা’। তারকা খচিত এই অনুষ্ঠানে এ বছর জার্মান অ্যান্টি-ওয়ার ফিল্ম ‘অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ সাতটি পুরষ্কার জিতেছে নিয়েছে। যার মধ্যে দুটি পুরস্কার সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালকের।

এ বছর বাফটা সেরা চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে ‘অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন কেট ব্ল্যানচেট। ‘টার’ চলচ্চিত্রের জন্য বছর সেরা অভিনেত্রী ঘোষিত হয়েছেন তিনি। এলভিসে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার বাফটা জিতেছেন অস্টিন বাটলার।
এদিকে এ বছর বাফটা সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন ‘অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ এর পরিচালক এডওয়ার্ড বার্গার। সেরা সিনেমাটোগ্রাফির জন্যও বাফটা জিতে নিয়েছে ‘অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। সেরা চিত্রনাট্যের বাফটা ঘরে তুলেছে ‘অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ থেকে এডওয়ার্ড বার্গার, লেসলি প্যাটারসন এবং ইয়ান স্টোকেল।

এছাড়া সেরা সম্পাদনার বাফটা পেয়েছে ‘এভরিথিং, এভরিহেয়ার অল এট ওয়ান্স’ থেকে পল রজার্স। সেরা তথ্যচিত্রের পুরস্কার ঘরে তুলেছে ‘নাভালনি’ থেকে ড্যানিয়েল রোহার। বছরের সেরা উদীয়মান তারকা নির্বাচিত হয়েছে এমা ম্যাকি।

সেরা অ্যানিমেশন চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স এন্ড দ্য হর্স’। সেরা ভিজ্যুয়াল ইফেক্টের বাফটা ঘরে তুলেছে ‘অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার’। সেরা শর্ট ফিল্ম থেকে বাফটা পেয়েছে ‘এন আইরিশ গুডবাই’।

Related Articles

Back to top button