বাইডেনের সঙ্গে এখনই আলোচনায় বসছেন না পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আলোচনায় বসতে সম্মত হয়েছেন।

তবে ফ্রান্সের এমন ঘোষণার কয়েক ঘণ্টা পর রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত দুই প্রেসিডেন্টের বৈঠকের বিষয়ে কোনো পরিকল্পনা ঠিক করেনি তারা।

সোমবার মস্কোতে একটি সংবাদ সম্মেলনে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, না এখন পর্যন্ত এটি নিয়ে (আলোচনায় বসার বিষয়টি) পরিকল্পনা করিনি আমরা। তবে আমরা এটি উড়িয়ে দিচ্ছি না। যদি দুই দেশের নেতা মনে করেন বৈঠক করা উচিত তাহলেই বৈঠক করা সম্ভব।

তবে দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবেন।

এদিকে গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রোর মাধ্যমে পুতিনকে বৈঠকে বসতে প্রস্তাব দিয়েছেন জো বাইডেন।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো জো বাইডেন ও পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন। এরপরই তিনি জানিয়েছিলেন দুই নেতা বৈঠক করতে সম্মত হয়েছেন।

কিন্তু কয়েক ঘণ্টা পর রাশিয়ার পক্ষ থেকে বিপরীত বক্তব্য এল।

সূত্র: ডয়চে ভেলে, আল জাজিরা

Related Articles

Back to top button