বাংলাদেশে ৯৮ শতাংশ মানুষ নিরাপদ পানি পায়

অনলাইন ডেস্ক

বাংলাদেশে প্রায় ৯৮ শতাংশ মানুষ নিরাপদ পানির সুবিধা পায়, এ তথ্য দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি আরো বলেছেন, ৮০ শতাংশের বেশি মানুষকে উন্নত স্যানিটেশন সুবিধা এবং প্রায় ৭৫ শতাংশ মানুষকে হাইজিন সুবিধার আওতায় আনা হয়েছে।
গতকাল শুক্রবার (২৪ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে হাঙ্গেরি ও ফিলিপাইন যৌথভাবে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য দেয়ার সময় এ সব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ২০২১ সালে বিশ্বব্যাপী ৭৮ শতাংশ স্বাস্থ্যসেবা কেন্দ্রে পানি পরিষেবা এবং ৫১ শতাংশে স্বাস্থ্যবিধি পরিষেবা বিদ্যমান ছিল। একই বছরে ৭৮ কোটি মানুষের জন্য কোনো স্যানিটেশন পরিষেবা ছিল না। এমন পরিস্থিতিতে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে সকলের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমাদের আগের চেয়ে জোরালো পদক্ষেপ নেয়া দরকার।
এ সময় বাংলাদেশের স্বাস্থ্যসেবা কেন্দ্রে সব মানুষের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখযোগ্য অর্জনগুলো তুলে ধরেন মোমেন। তিনি বলেন, স্যানিটেশন ক্ষেত্রে বাংলাদেশের অসামান্য অগ্রগতি অনেক উন্নয়নশীল দেশে অনুসরণ করা হচ্ছে।

সমাপনী বক্তব্যে ‘বাংলাদেশের সফল অভিজ্ঞতার’ আলোকে বিশ্বব্যাপী পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি পরিষেবার অগ্রগতির অভাব দূর করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কিছু সুপারিশ উপস্থাপন করেন ড. মোমেন।

অনুষ্ঠানে হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী পিটার সিজার্তো, ফিলিপাইন প্রজাতন্ত্রের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিভাগের সচিব মারিয়া অ্যান্তোনিয়া ইউলো-লয়জাগা এবং জর্জিয়ার আঞ্চলিক উন্নয়ন ও অবকাঠামো মন্ত্রী ইরাকলি কারসেলাদজেও বক্তব্য রাখেন।

Related Articles

Back to top button