বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শক পদে মৌখিক পরীক্ষার প্রার্থীদের তালিকা

নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শক পদে চাকরির জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন ১২ জন। তাদের তালিকা প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
আগামী ২৮ ফেব্রুয়ারি মৌখিক পরীক্ষা শেষে তাদের মধ্যে থেকে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হবে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান এই ১২ জন প্রার্থীকে বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শক পদে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হওয়া প্রার্থীদের তালিকায় রয়েছেন- ১৭০০০৭৩, ১৭০০২৮৫, ১৭০০৩২৪, ১৭০০৩৬৯, ১৭০০৬৯২, ১৭০০৬৯৬, ১৭০০৮১৭, ১৭০০৮৮৫, ১৭০০৯০৫, ১৭০০৯৫১, ১৭০০৯৭৪ এবং ১৭০১০৮ রোল নম্বরধারীরা।
নির্বাচিত চাকরিপ্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তুরাগ হলে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বলে ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।