বন্ধুত্বের বয়স ২১ বছর

বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ইদানীং বলিউডের চেয়ে হলিউডেই বেশি ব্যস্ত তিনি। অন্যদিকে আরেক অভিনেত্রী লারা দত্ত এখন অভিনয়ে অনিয়মিত। ভারতের সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইন্ডিয়া’য় একসঙ্গে অংশ নিয়েছেন এ দুজন। সেই থেকে তাদের মধ্যে বন্ধুত্ব। এর মধ্যে কেটে গেছে ২১ বছর। সম্প্রতি লারার সঙ্গে দুই দশকেরও বেশি সময়ের বন্ধুত্ব উদযাপন করেছেন প্রিয়াঙ্কা।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লারা দত্তের সঙ্গে একটি নতুন ছবি শেয়ার করে জানান দিয়েছেন নিজেদের বন্ধুত্বের অটুট বন্ধনের কথা। অবশ্য ছবিটি তোলা হয়েছে লন্ডনে। কারণ ওখানেই বেশিরভাগ সময় থাকেন লারা। কয়েকদিন আগে শুটিংয়ের কাজে লন্ডনে গিয়েছেন প্রিয়াঙ্কা। আর সেই সুযোগটা কাজে লাগালেন তিনি। প্রিয় বান্ধবীর সঙ্গে সাক্ষাৎ পর্বটাও সেরে ফেললেন।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘প্রিয় বন্ধু, যখনই দেখা হবে তখনই আমাদের বন্ধুত্ব আরও গাঢ় হবে। ২১ বছর এবং আরও চলবে।’ প্রসঙ্গত, ২০০০ সালে লারা মিস ইন্ডিয়া মুকুট এবং পরে মিস ইউনিভার্সের খেতাবও জিতেছিলেন। এদিকে, প্রিয়াঙ্কা মিস ইন্ডিয়াতে প্রথম রানারআপ হলেও পরে মিস ওয়ার্ল্ডের মুকুট জিতেছিলেন। মিস ইউনিভার্স ও মিস ওয়ার্ল্ড জেতার পরই প্রিয়াঙ্কা এবং লারা একসঙ্গে অক্ষয় কুমারের সঙ্গে ‘আন্দাজ’ সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর অবশ্য তাদের আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি। প্রিয়াঙ্কা নিয়মিত থাকলেও বলিউডে নতুনদের চাপে লারা বলা যায় অনেকটাই আড়ালে চলে গেছেন।