বক্স অফিসের শীর্ষে ‘ডাঙ্গেওনস এন্ড ড্রাগনস’
অনলাইন ডেস্ক

‘ডাঙ্গেওনস এন্ড ড্রাগনস : অনার অ্যামোঙ থিভস’ মুক্তির পরপরই ঝড় তুলেছে বক্স অফিসে। সিনেমাটি প্রত্যাশা অনুযায়ী প্রথম দিনে ৪০ মিলিয়নের বেশি আয় করে নিয়েছে।
‘নিউ প্যারামাউন্ট এবং ইওন’-এর ব্যানারে নির্মিত মুভিটি শুক্রবার ১৫.৩ মিলিয়ন আয় করেছে, যার মধ্যে এই সপ্তাহে ৫.৬ মিলিয়ন প্রিভিউ রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার শোতে ৪.১ মিলিয়ন তুলে নিয়েছে। রোমাঞ্চকর চলচ্চিত্রটি শুক্রবার সকালে প্রিমিয়াম-ফরম্যাটের স্ক্রিন সহ মোট ৩৮৫৫টি অতিরিক্ত স্ক্রিন পেয়েছে।
জোনাথন গোল্ডস্টেইন এবং জন ফ্রান্সিস ডেলি পরিচালিত ‘ডাঙ্গেওনস এন্ড ড্রাগনস : অনার অ্যামোঙ থিভস’ সিনেমাটি হাসব্রো’র প্রভাবশালী রোল প্লেয়িং গেমের উপর ভিত্তি করে নির্মিত করা হয়েছে। এতে অভিনয় করেছেন ক্রিস পাইন, মিশেল রদ্রিগেজ, রেজি-জিন পেজ, বিচারপতি স্মিথ, সোফিয়া লিলিস, ক্লো কোলম্যান, ডেইজি হেড এবং হিউ গ্রান্টের মতো তারকাসমৃদ্ধ অভিনেতা-অভিনেত্রীরা। প্যারামাউন্ট এবং ইওন বিগ-বাজেটের ফ্যান্টাসি জনরার এই সিনেমাটির সহ-প্রযোজনা এবং সহ-অর্থায়ন করেছে। এটি তৈরি করতে খরচ হয়েছে ১৫০ মিলিয়ন ডলার। ফিল্মটি যুক্তরাজ্য সহ বিদেশের ৫০টিরও বেশি বাজারে মুক্তি পেয়েছে।
বহুল প্রত্যাশিত সিনেমাটি মুক্তির পর প্রত্যাশা অনুযায়ী দর্শকপ্রিয়তা পেয়েছে। দর্শক ও সমালোচক উভয়ের প্রশংসা কুড়াচ্ছে এটি। দখল করেছে বক্স অফিসের শীর্ষস্থান। এদিকে ‘জন উইক : চ্যাপ্টার ৪’ যেটি গত সপ্তাহান্তে ৭৩.৮ মিলিয়ন ডলার আয় করেছে, এই সপ্তাহে আনুমানিক ২৯ মিলিয়ন আয় করে বক্স অফিসের সপ্তাহান্ত তালিকার দ্বিতীয় স্থানে নেমে এসেছে।
সূত্র : দ্য হলিউড রিপোর্টার