ফের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানসিটি
অনলাইন ডেস্ক

আবারো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে নটিংহ্যাম ফরেস্টের কাছে আর্সেনালের হারে নিশ্চিত হয়েছে সিটির ইপিএল শিরোপা। এটি তাদের টানা তৃতীয় ও সবমিলিয়ে ছয় মৌসুমে পেপ গার্দিওলার অধীনে পঞ্চম শিরোপা।
মৌসুমের বেশিরভাগ সময়ই ব্যাকফুটে ছিল ম্যানচেস্টার সিটি। মৌসুমের ২৪৮ দিনই পয়েন্ট তালিকার শীর্ষে ছিল আর্সেনাল। কিন্তু শেষ দিকে এসে নিজেদের ছন্দ ধরে রাখতে পারেনি মিকেল আর্তেতার দল। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জয় পেলে লিগ শিরোপা দৌঁড়ের ক্ষেত্রে অন্তত টিকে থাকতে পারত আর্সেনাল। কিন্তু প্রতিপক্ষের মাঠে ১-০ ব্যবধানে হেরে গেছে গানাররা। নটিংহ্যামের বিপক্ষে শুরু থেকে বলের ওপর আধিপত্য ছিল আর্সেনালের। কিন্তু ১৯তমমিনিটে গোল খেয়ে বসে তারাই। প্রতিপক্ষ ফুটবলারের পা থেকে বল কেড়ে নিয়ে নটিংহ্যামের মিডফিল্ডার গিবস-হোয়াইট আক্রমণে যান। তার ডি-বক্সে বাড়ানো থ্রু পাস ক্লিয়ার করার চেষ্টা করেন আর্সেনাল ডিফেন্ডার গাব্রিয়েল।তবে বল নাইজেরিয়ান ফরোয়ার্ড তাইয়ো আয়োনির পায়ে লেগে গোল হয়ে যায়। এই গোলটি আর পরিশোধ করতে পারেনি আর্সেনাল। ফলে হার নিয়ে মাঠ ছাড়ে তারা।
হারের ফলে ৩৭ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৮১। অন্যদিকে, ৩৫ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৮৫। ৩৬ ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহ ৬৯ পয়েন্ট। সিটি বাকি তিন ম্যাচ হেরে গেলেও তাদেরকে টপকে যেতে পারবে না কেউ।