ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিন্দু

বিনোদন প্রতিবেদক
এক যুগেরও বেশি আগে একটি সুন্দরী প্রতিযোগিতা দিয়ে মিডিয়ার আলো ঝলমলে রঙিন দুনিয়ায় পথচলা শুরু আফসান আরা বিন্দুর। সেই প্রতিযোগিতায় সেরা তিনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন। এরপর অভিনয়। প্রথমে নাটকে। পরে সিনেমায়। তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। শাকিব খানের সঙ্গে ‘পিরীতের আগুন জ্বলে দ্বিগুণ’ দিয়ে বাণিজ্যিক সিনেমায় ভাগ্য পরীক্ষা করেছিলেন। কিন্তু ভাগ্য শিকে ছেঁড়েনি। ‘জাগো’ নামে আরও একটি সিনেমায় দেখা গেছে তাকে। তবে নাটকে অভিনয় করে বেশ সফলতা পান বিন্দু। প্রায় এক দশক নিয়মিত অভিনয় করেন নাটকে। অভিনয় ক্যারিয়ারের শীর্ষস্থানে থাকতেই বিয়ে করে ২০১৪ সালে দেশান্তরী হন তিনি। আমেরিকায় গিয়ে সংসার জীবন শুরু করেন। এরপর শোবিজে কাজের প্রস্তাব থাকলেও সেগুলোকে পাত্তা দেননি বিন্দু। তবে বিয়ের কিছুদিন পরই শুরু হয় ঝামেলা। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় অনেকটা নীরবে দেশে ফেরেন এক সময়ের এ জনপ্রিয় অভিনেত্রী। বিয়ে পরবর্তী জীবন নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন। তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বিন্দু এখন ঢাকাতেই বসবাস করছেন। স্বামীর সঙ্গে তার আর কোনো বৈবাহিক সম্পর্ক নেই। তাই তিনি আমেরিকা থেকে ঢাকায় ফিরেছেন। আরেকটি সূত্র জানিয়েছে, বিন্দু সামাজিক কোনো অনুষ্ঠান কিংবা জনসমাগমে হাজির না হলেও রাজধানীর মিরপুরের একটি জিমনেশিয়ামে ফিটনেস ঠিক করার চেষ্টায় আছেন কিছুদিন থেকে। আবারও তিনি অভিনয়ে ফিরবেন, তার আগে ফিটনেস ঠিক করে নিচ্ছেন। চলমান গুঞ্জনগুলো সম্পর্কে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনোভাবেই বিন্দু গণমাধ্যমে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকছেন। তবে তার সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় এমন একজন শীর্ষ অভিনেত্রী জানিয়েছেন, বিন্দু অভিনয়ে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন গোপনে। এ জন্য নিজেকে তৈরি করে নিচ্ছেন। শারীকিভাবে কিছুটা মুটিয়ে গিয়েছিলেন তিনি। সেটাই ঠিক করছেন এখন। বলেছেন, ফিটনেসই এখন মুখ্য। কিছু কাজের প্রস্তাবও আছে নাকি তার কাছে। সেগুলো গুছিয়ে নিচ্ছেন। তবে ফিরতি যাত্রায় কতটা সফল হবেন সেটাই এখন দেখার বিষয়।