ফার্মার্স ব্যাংকের ৪ সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক
ভুয়া প্রতিষ্ঠানের নামে পরস্পর যোগসাজশে লাভবাবন হওয়ার উদ্দেশ্যে সিসি ঋণের মাধ্যমে টাকা উত্তোলণপূর্বক আত্মসাতে ফার্মার্স ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত ১৮ আগস্ট উপ পরিচালক মো. তালেবুর রহমান (অনুঃ ও তদন্ত-১) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, (ক) দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, ঢাকার স্মারক নং-০০১.০১.২৬০০.৭০৩.০১.০৩৫.১৯.২৭৭ তারিখ-২৮-০৩-২০২১ (খ) দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ এর স্মারক নং-৩৫০, তারিখ-২৮-০২-২০২১ খ্রি. ও ই/আর নং-৪৮/২০১৯।
সূত্র জানায়, দণ্ডবিধির ৪২০/৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা মতে পর্যায়ক্রমে আসামি রাজেশ দেব, এনআইডি নং-১৯৮৫১২২৮৫০৪৭৯৯৯০১ (ম্যানেজিং ডিরেক্টর মেসার্স রাজেশ্বরী নীটওয়ার), মো. আব্দুস সোবহান, এনআইডি নং-২৬১৭২৩৯৭৮৪৯৯০ (পিতা-আবুল কাশেন মল্লিক), উসতু ইসমত বানু, এনআইডি নং-২৬১৭২৩৯৭৮৪৯৮৯, মো. আবু মহসিন দুলাল, এনআইডি নং-৫০১৬৩৫৭৭১৪১৯২, মোছা. জীবন নাহার, এনআইডি নং-২৬১৭২৩৯৭৮৫৩১০, সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং শাখা প্রধান দি ফার্মার্স ব্যাংক মিরপুর শাখার সাব্বির মোহাম্মদ সায়েম, এনআইডি নং- ১৯৭৫২৬৯১৬৪৮০০০০২১, ফার্মার্স ব্যাংকের মিরপুর শাখার সাবেক অপারেশন ম্যানেজার (বরখাস্ত) এরফানুল হক, ফার্মার্স ব্যাংকের মিরপুর শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার ও ক্রেডিট ইনচার্জ মো. আসাদুজ্জামান, এনআইডি নং-৭৬১৮৩১৯৩১৮৫৪০, ফার্মার্স ব্যাংকের মিরপুর শাখার সাবেক এসিস্ট্যান্ট অফিসার এসএম মেহেরুন নেসা, এনআইডি নং-১৯৮৭২৬১৭২৭২৮৮৮১৮৫ ও সার্ভে বাংলা কর্পোরেশনের ম্যানেজিং পার্টনার মো. মনজুরুল হকের বিরুদ্ধে জাল-জালিয়াতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধপূর্বক একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে অফিসকে অবহিত করার অনুরোধ জানানো নয়।