প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা সেই বিএনপি নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহীর মহানগর এলাকা থেকে আদালতে আত্মসমর্পণ করতে যাওয়ার পথে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় কুমার বসাক। এদিকে, চাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গোলাম মোস্তফা মামুনও।
তিনি বলেন, চাঁদ গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ১৯ মে বিকেলে রাজশাহীর পুটিয়ার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপির জনসভায় রাজশাহী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এ কারণে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযোগ ও মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Back to top button