প্রতিদিন ১০ হাজার ডলার জরিমানা গুনতে হবে ট্রাম্পকে

প্রাচ্যবাণী ডেস্ক
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রতিদিন ১০ হাজার মার্কিন ডলার করে জরিমানা গুনতে হবে।

কর ফাঁকির মামলায় তলব করা নথি জমা না দেওয়ায় নিউইয়র্কের একটি আদালত সোমবার ট্রাম্পকে এ অর্থদণ্ড দেন। খবর ডেইলি সাবাহর।

নথি জমা দেওয়ার নির্ধারিত তারিখ ছিল গত ৩ মার্চ, পরে আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে ৩১ মার্চ পর্যন্ত আরেক দফা সময় বাড়ানো হয়।

এর পরও তলব করা নথি জমা না দেওয়ায় এবং আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা না দেওয়ায় সোমবার বিচারপতি অর্থার এনগোরোন ট্রাম্পকে জরিমানা করে এ রুল জারি করেন।

ট্রাম্পের আইনজীবী এলিনা হাবা বলেন, আদালতের এ রুলিংয়ের ব্যাপারে উচ্চ আদালতে তারা আপিল করবেন।

Related Articles

Back to top button