পুতিনের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন ইসরাইলি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো সফরে গিয়েছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। মস্কো থেকে ফিরে রোববার তিনি জানান, ইসরাইল রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাবে যদিও তাতে সাফল্যের সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনই এ ব্যাপারে মধ্যস্থতার জন্য ইসরাইলকে অনুরোধ জানিয়েছিল। রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক বলে দাবি করে আসছে ইসরাইল।
শনিবার পুতিনের সঙ্গে তিন ঘণ্টাব্যাপী বৈঠকের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি বেনেট।
এই বৈঠক সম্পর্কে বেনেট জানান, সব পক্ষের উৎসাহেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সব পক্ষের মধ্যে যুক্তরাষ্ট্রও ছিল বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বেনেট এবং পুতিন গত সপ্তাহে ফোনে এই বৈঠক নিয়ে কথা বলেছিলেন।
সূত্র : যুগান্তর