‘পাকিস্তানে সামরিক ঘাঁটি স্থাপন করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক
প্রতিবেশী আফগানিস্তানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র পাকিস্তানে সামরিক ঘাঁটি স্থাপন করতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। ক্ষমতায় থাকাকালে যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাবে ‘কখনোই রাজি হননি’ বলেও দাবি করেছেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশের বাইরে বসবাসরত পাকিস্তানের নাগরিকদের উদ্দেশে এক ভিডিও বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানে ঘাঁটি স্থাপন করতে চেয়েছিল যেন আফগানিস্তানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটলে এখান থেকে (পাল্টা আক্রমণ) পরিচালনা করা যায়। যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব ‘একদম অগ্রহণযোগ্য’ বলে উড়িয়ে দিয়েছিলেন বলে দাবি করেন ইমরান খান।

ইমরান খান বলেন, ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধে’ পাকিস্তানের ৮০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। তবে এই আত্মত্যাগ কখনোই প্রশংসিত হয়নি। উল্টো অনেক মার্কিন রাজনীতিবিদ এজন্য দোষারোপও করেছেন।

এর আগে ২০২১ সালের জুনে দেওয়া একটি সাক্ষাৎকারে ইমরান খান বলেছিলেন, পাকিস্তান আফগানিস্তানের অভ্যন্তরে কোনো ধরনেরর পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রকে কোনো ঘাঁটি কিংবা পাকিস্তানের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না।

Related Articles

Back to top button