পর্তুগালে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

পর্তুগাল প্রতিনিধি
বিজয়ের ৫০ বছর উদযাপনে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে বিজয়ের উল্লাসে শিরোনামে রাজধানী লিসবনের স্হানীয় মাল্টি কালচার একাডেমির হল রুমে ২৬ শে ডিসেম্বর রাতে বিজয়ের ৫০ বছর উপলক্ষে এক প্রবাসী মিলন মেলার আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল আহমেদের পরিচালনায় সংগঠনের সভাপতি রনি মোহাম্মদের সভাপতিত্বে এসো মিলে একসাথে বিজয়ের উল্লাসে শিরোনামে শুভেচ্ছা বক্তব্যে রাখেন সংগঠনের সহসভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী।বিজয় দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি জহিরুল ইসলাম মুন, এফআই রনি, সাংগঠনিক সম্পাদক তারিকুল আহসান আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার এইচ খান ফাহিম, সদস্য তানভীর আহমেদ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতে নতুন প্রজন্মের শিশু কিশোর এবং কমিউনিটির ব্যক্তিবর্গদের নিয়ে বিজয়ের ৫০ কেক কেটে সূচনা করা হয়। মনমুগ্ধকর সংগীত অনুষ্ঠানের শুরুতে লাল সবুজের মাঝে বাংলাদেশ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। প্রবাসী বাংলাদেশী নৃত্যশিল্পী সাদিয়া ইসলামের দেশাত্মবোধক গানে নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে শুরু হয় সংস্কৃতিক অনুষ্ঠানের, প্রবাসী সংগীতশিল্পী এফ আই রনি, সংগীতা খান ও মিস বিথী দেশাত্মবোধক এবং বাংলাদেশের জনপ্রিয় গানগুলো দিয়ে অনুষ্ঠানস্থল মাতিয়ে তোলেন।
অনুষ্ঠানে পর্তুগালে অবস্থিত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ পরিবার-পরিজন নিয়ে যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ রানা তাসলিম উদ্দিন, জহিরুল ইসলাম জসিম, আবুল কালাম আজাদ, আফজাল হোসেন, রবিন, রাজিব আল মামুন, রনি হোসাইন, আক্তারুজ্জামান, তানভীর আলম জনি মোঃ লিটন, মিলন ব্যপারী প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের কোষাধক্ষ্য জাহিদ কায়সার, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ জাহান, প্রচার সম্পাদক এনামুল হক, আন্তর্জাতিক সম্পাদক প্রিন্স আহমেদ, সদস্য হাসান কোরাইশী।
অনুষ্ঠানের শেষে আগত অতিথিদের উদ্দেশ্যে দেশীয় হরেক রকমের পিঠা পায়েস সহ রাতের খাবার পরিবেশনের মাধ্যমে আপ্যায়ন করা হয়।

Related Articles

Back to top button