নৌকার প্রার্থীসহ জামানত হারালেন ৭৯ জন

নিজস্ব প্রতিবেদক
তৃতীয় ধাপে ২৮ নভেম্বর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, নাটোরের লালপুর ও বাগাতিপাড়া, নেত্রকোনার পূর্বধলা এবং মৌলভীবাজারের বরলেখায় ৪৮ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৭৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এদের মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত কয়েকজন প্রার্থীও রয়েছেন। আইন অনুযায়ী, প্রদেয় ভোটের আট ভাগের এক ভাগের নিচে কোনো প্রার্থী ভোট পেলে তার জামানত স্বয়ংক্রিয়ভাবে বাজেয়াপ্ত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১৩ ইউনিয়নের ১৬ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাদের মধ্যে দুজন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, সাতজন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এবং সাতজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তারা হলেন বেলগাছি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সমীর কুমার দে, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগ প্রার্থী আবদুল বাতেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইমদাদুল হক, স্বতন্ত্র প্রার্থী উজির আলী। কালিদাসপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আহসান উল্লাহ, খাসকররা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আববাস উদ্দিন ডাউকি ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাউসার আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুল মজিদ পেয়েছেন ও স্বতন্ত্র প্রার্থী সোহানুর রহমান, হারদী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিনুল হক, ভাংবাড়ীয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বিল্লাল হোসেন, বাড়াদী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আশিকুর রহমান, জেহালা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইদ্রিস আলী ও স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান। গাংনী ইউনিয়নে হাতপাখা প্রতীকের প্রার্থী নাজিম উদ্দীন ও স্বতন্ত্র প্রার্থী ইসলাম মামু।

নাটোর, বাগাতিপাড়া ও লালপুর : নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীসহ ২৬ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। বাগাতিপাড়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এই উপজেলার ৫টি ইউনিয়নের মোট ৯ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। তারা হলেন পাকা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মেহেদী হাসান দোলন, জামনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মাহাতাব হোসেন, সদর ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী আকরাম হোসেন ও স্বতন্ত্র প্রার্র্থী আব্দুল মালেক, দয়ারামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান এবং ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী বেল্লাল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. রাকিব হাসান। এদিকে লালপুর নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীসহ ১৭ জন প্রার্থীর জামানত হয়েছে। তারা হলেন বিলমাড়িয়া ইউনিয়নে পারভীন আক্তার বানু (নৌকা) ও আ.লীগ বিদ্রোহী আসলাম উদ্দিন (মোটরসাইকেল), ঈশ্বরদী ইউনিয়নের আ.লীগ বিদ্রোহী মোহাম্মদ আলী (চশমা), ইমরান আলী (আনারস), বিএনপি সমর্থিত নজরুল ইসলাম (মোটরসাইকেল), ওয়ালিয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত জয়নাল আবেদীন (আনারস), চংধুপইল ইউনিয়নে মুস্তাকিম বিল্লাহ (আনারস), দুড়দুড়িয়া ইউনিয়নে আজিজুল হাকীম (মোটরসাইকেল), কামাল উদ্দিন মুক্তার (রজনীগন্ধা), দুয়ারিয়া ইউনিয়নে কাজী আব্দুস সামাদ (আনারস), আরকানুল ইসলাম (চশমা), আড়বাব ইউনিয়নে আব্দুল মজিদ (হাতপাখা), আ.লীগ বিদ্রোহী গোলাম মোস্তফা (আনারস), আ.লীগ বিদ্রোহী সাইফুল ইসলাম (টেবিল ফ্যান), আ.লীগ বিদ্রোহী মোশাররফ হোসেন (চশমা) এবং লালপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত এটিএম জাহেদুল আলম (মোটরসাইকেল) ও স্বতন্ত্র বাদশা আলমগীর (ঢোল)।

নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলায় ১০ ইউপিতে চেয়ারম্যান পদে ৫০ প্রার্থীর মধ্যে ২০ প্রার্থীর জামানত হারিয়েছেন। জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন, পূর্বধলা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল কাদির, হাতপাখার প্রার্থী আব্দুর রাশিদ, স্বতন্ত্র প্রার্থী এরশাদ হক ও আজিম উদ্দিন খান স্বতন্ত্র। আগিয়া ইউনিয়নে মো. সালেহ্ (হাতপাখা) ও সাবিকুল আনিছ নারান্দিয়া ইউনিয়নের তোফাজ্জল ইসলাম (হাতপাখা), জারিয়া ইউনিয়নে কাজল মিয়া (আনারস), বিশকাকুনী ইউনিয়নে আব্দুল মজিদ (হাতপাখা) ঘাগড়া ইউনিয়নে নজরুল ইসলাম (হাতপাখা) বৈরাটী ইউনিয়নে মোহাম্মদ আলী তালুকদার (হাতপাখা) ও জহিরুল ইসলাম জজ মিয়া (মোটরসাইকেল) হোগলা ইউনিয়নে মোহাম্মদ আব্দুল গফুর (হাতপাখা), ফারুক খান (ঘোড়া), হুমায়ূন কবীর (আনারস) ও বুলবুল মীর (মোটরসাইকেল)। গোহালাকান্দা ইউনিয়নে মো. শফিকুল ইসলাম (সিংহ), এমআরবি জাকির হোসেন তালুকদার (মোটরসাইকেল)। খলিশাউড় ইউনিয়নে মাজহারুল ইসলাম (হাতপাখা) ও বর্তমান চেয়ারম্যান ইয়াকুব আলী স্বতন্ত্র (ঘোড়া)।

বড়লেখা (মৌলভীবাজার) : বড়লেখায় নৌকার প্রার্থীসহ জামানত হারাচ্ছেন ৮ ইউপির ১৭ চেয়ারম্যান প্রার্থী।

জামানত হারানো চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্ণি ইউনিয়নে ‘নৌকার প্রার্থী জোবায়ের হোসেন। দাসেরবাজার ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কয়েছ আহমদ ও বিমান কান্তি দাস। নিজ বাহাদুরপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী আবু সাহেদ, উত্তর শাহবাজপুর ইউপি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুমিনুর রহমান টনি, দক্ষিণ শাহবাজপুর ইউপির স্বতন্ত্র প্রার্থী আমির উদ্দিন, সুজানগর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম, দক্ষিণভাগ উত্তর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মানিক, আব্দুল মালিক, মোসাহিদ আহমদ, আ.লীগ বিদ্রোহী প্রার্থী আশরাফ হোসেন, বিএনপি-স্বতন্ত্র মোহাম্মদ ময়নুল হক, স্বতন্ত্র (জামায়াত) প্রার্থী মোহাম্মদ লুৎফুর রহমান, আ.লীগ বিদ্রোহী আব্দুল জলিল ফুলু, দক্ষিণভাগ দক্ষিণ ইউপির স্বতন্ত্র প্রার্থী বেলাল খান ওলন, শরফ উদ্দিন ও সায়দুর রহমান।

Related Articles

Back to top button