নীলক্ষেত-সাইন্সল্যাব অবরোধ, পরিস্থিতি থমথমে

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়: ব্যবসায়ী ও ছাত্রদের মধ্যে সংঘর্ষের জের ধরে রাজধানীর নীলক্ষেত থেকে সাইন্সল্যাব মোড় পর্যন্ত আবারও অবরোধ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল দশটার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে ব্যারিকেড দেয়।

পরে সেখান থেকে তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নেয়। পরবর্তীতে ব্যবসায়ীরা জড়ো হলে তারা কলেজের দিকে চলে যায়।

অপরদিকে ব্যবসায়ীরা জড়ো হয়ে অবস্থান নিয়েছে। তাদের অনেকের হাতে কাঠ রয়েছে।

ব্যবসায়ীদের দাবি, শিক্ষার্থীরা কলেজের ছাত্রাবাস থেকে দোকানের ওপর ইট নিক্ষেপ করছে।

প্রসঙ্গত, সোমবার দিনগত রাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। রাত ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। আড়াই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

সংঘর্ষ শুরু হলে নিউমার্কেট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। দুই পক্ষের মাঝখানে পুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষ থামাতে কাঁদুনে গ্যাসের শেলও ছোড়ে পুলিশ। সংঘর্ষের কারণে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Related Articles

Back to top button