নিউইয়র্কে জাসাসের আলোচনা সভা

যুক্তরাষ্ট্র প্রতিনিধি
নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাসাসের আলোচনা সভা রবিবার রাতে জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন সেক্রেটারি কাওছার আহমেদ। অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং জাসাসের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ড. মামুন আহমেদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাসাসের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান ও বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ।

অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বিএনপি নেতা মোস্তফা কামাল পাশা বাবুল, আনিসুল ইসলাম সানি, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবর ঊদ্দিন, বিএনপি নেতা নিয়াজ আহমেদ জুয়েল, আনোয়ারুল ইসলাম, মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, হাবিবুর রহমান সেলিম রেজা, সৈয়দা মাহমুদা শিরিন, সৈয়দ এম রেজা, কাজী আযম, আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, ফিরোজ আহমেদ, সাইদুর রহমান সাইদ, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, জাসাস নেতা দারাদ আহমেদ, ইঞ্জিনিয়ার সায়েম, শেখ হায়দার আলী, যুবদল নেতা ওয়েছ আহমেদ, আলমগীর মৃধা, ছাত্রনেতা মাজহারুল ইসলাম জনি, বিএনপি নেতা গোলাম মাহমুদ, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর সোরওয়ার্দী, শামীম আহমেদ, রিয়াজ মাহমুদ,এলিজা আক্তার মুক্তা, মেহরাব রাজা চৌধুরী, মীর মশিউর রহমান, জাকারিয়া অপু, ফেরদৌস আহমেদ, শ্রমিক দলের নেতা আনোয়ারুল ইসলাম শাহীন, মোস্তাক আহমদ, আবুল কালাম, সাইদুর রহমান ডিউক। সভার শুরুতে নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুল্লাহ নেতৃত্বে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি চেয়ারপার্সনের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button