দুই সপ্তাহের মধ্যে অতিরিক্ত সচিব পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক
আগামী দুই সপ্তাহের মধ্যে অতিরিক্ত সচিব পদোন্নতির প্রক্রিয়া শেষ হচ্ছে। ১৪ ফেব্রুয়ারি সুপিরিয়র সিলেকশন বোর্ডে (এসএসবি) যুগ্মসচিব থেকে অতিরিক্ত সচিব পদোন্নতির বিষয়টি উঠেছিল। প্রশাসনের ১৫তম ব্যাচকে মূল ধরে এ পদোন্নতির প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে। এরই মধ্যে একাধিক বৈঠকে প্রায় বেশিরভাগ কাজ শেষ। বাকি কাজ সারতে আরও দু-একটি বৈঠক প্রয়োজন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৫তম প্রশাসন ব্যাচের পদোন্নতিযোগ্য নিয়মিত কর্মকর্তার সংখ্যা ৭৮ জন। প্রশাসন ক্যাডারে একীভূত হওয়া ইকনোমিক ক্যাডারের কর্মকর্তাদের সংখ্যা ২৪ জন। এই ১০২ জনের সঙ্গে আগের বিভিন্ন ব্যাচের বাদ পড়া কিছু কর্মকর্তাকেও বিবেচনায় নেওয়া হতে পারে। এ পর্যায়ের কর্মকর্তাদের সংখ্যা দেড়শ থেকে পৌনে দুইশ হতে পারে। এর বাইরে অন্য ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে আসা অর্ধশত কর্মকর্তা এবারের পদোন্নতি বিবেচনায় রয়েছেন বলে জানা গেছে। নিয়মিত ব্যাচের অর্থাৎ পনেরোতম বেশিরভাগ কর্মকর্তা পদোন্নতি পাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। এর বাইরে ইকনোমিক ক্যাডারের কর্মকর্তারা আগের মতোই সহজেই পদোন্নতির দ্বারে পৌঁছে গেছেন। তবে আগে বাদ পড়া অর্থাৎ পদোন্নতি বঞ্চিতদের মধ্যে যাদের বিবেচনায় নেওয়া হচ্ছে তারা আগে কেন পদোন্নতি পাননি সেটি বিশেষভাবে দেখা হচ্ছে। সূত্র জানায়, আগের অভিজ্ঞতায় দেখা গেছে, বাদপড়া কর্মকর্তাদের মধ্য থেকে পদোন্নতির জন্য তুলনামূলক কম বিবেচনা করা হয়। এর কারণ উল্লেখ করে অপর একটি সূত্র জানায়, পদোন্নতির ক্ষেত্রে সরকার বরাবরই উদার মনোভাব দেখিয়ে আসছে। এর মধ্যেও যারা বাদ পড়েছেন তাদের নিশ্চয় কোনো না কোনো বিষয় রয়েছে, তাই এসএসবিতে এসব বিষয় গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
১৫তম ব্যাচের কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া ১৯৯৩ সালে শুরু হয়। একশর কিছু বেশি কর্মকর্তার এ ছোট ব্যাচটি ২০১২ সালে উপসচিব পদোন্নতি পায়। যুগ্মসচিব পদোন্নতি হয় ২০১৮ সালে। যুগ্মসচিব হিসাবে দুই বছর চাকরি করলেই অতিরিক্ত সচিব পদোন্নতির যোগ্যতা অর্জিত হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগ পদোন্নতি সংক্রান্ত কাজগুলো অত্যন্ত গোপনীতার সঙ্গে প্রতিপালন করে। তাই পদোন্নতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, মার্চের মধ্যেই পদোন্নতি প্রজ্ঞাপন হওয়ার সম্ভাবনা বেশি। প্রধানমন্ত্রী বিদেশ সফরে থেকে আসার পর জমে থাকা অনেক কাজ সামলানোর পরই পদোন্নতির ফাইল সরকার প্রধানের সামনে উপস্থাপন করা হবে। সবকিছু ঠিক থাকলে ২৫ মার্চের আগেই প্রজ্ঞাপন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কোনো কারণে তা সম্ভব না হলে ৩১ মার্চের মধ্যেই প্রজ্ঞাপন হবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের।
সূত্রের তথ্য অনুযায়ী, এসএসবিতে পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের কর্মজীবনের সব নথি পর্যালোচনা করা হচ্ছে। গত কয়েক দফা যে ধারায় অতিরিক্ত সচিব পদোন্নতি পেয়েছেন এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানা গেছে। ফেব্রুয়ারির মাঝামাঝিতে এসএসবি শুরু হওয়ায় দ্রুতই ১৫তম ব্যাচের পদোন্নতির সম্ভাবনার কথা জনপ্রশাসনের সংশ্লিষ্টরা জানিয়েছিলেন। তাদের ভাষ্যমতে, এই ব্যাচে কর্মকর্তার সংখ্যা খুবই কম। তাই অন্যান্য ব্যাচের মতো সময় লাগবে না। কিন্তু এরই মধ্যে করোনা পরিস্থিতি ও এসএসবি সদস্যদের সময় সমন্বয় করে বৈঠকে বসতে দেরি হওয়ায় এই মাসের শেষ পর্যন্ত সময় লাগছে বলে জানা গেছে।
সূত্র : যুগান্তর