ডলারের কৃত্রিম সংকটে করণীয়

বাংলাদেশের এক শ্রেণির অসাধু ঘুষখোর সরকারী অফিসার – রাজনীতির লেবাসধারী কিছু দুর্নীতিবাজ আর কালো টাকার মালিক চাল ডাল লবনের মত খোলা বাজার থেকে ডলার কিনে মজুত করছে! তাদের কেউ কেউ শেয়ার ব্যবসার মত মাত্রাতিরিক্ত লাভের আশায়, কেউ বিদেশ পাচারের উদ্দেশ্য, কেউ হুন্ডি ব্যবসায়ীদের মাধ্যমে এলসির আন্ডার মানি দেয়ার জন্য এ মজুত করছে! মাত্র কয়েক দিনেই ৮৫/৮৬ টাকা থেকে বেড়ে ১১২ টাকায় পৌঁছেছে! হয়ত আরো বাড়বে সহসাই!!
মতিঝিলে সকল বড় ব্যাংক শাখায় অবৈধ ডলার ব্যবসায়ীদের দেখা যায়! ব্যাঙের ছাতার মত মানি এক্সচেঞ্জ হাউস ঢাকায়! দেশের আনাচে কানাছে অবৈধ ডলার ব্যবসায়ী! এদের কাছ থেকে পুলিশ নিয়মিত টাকা পায়! তাই দেখেও না দেখার ভান করে!
জরুরি ভিত্তিতে
১) সকল অবৈধ ডলার ব্যবসায়ী ও মজুতকারীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করুন! গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাসা বাড়ী ও অফিসে হানা দিন!
২) অবৈধ ডলারের হাট তথা সকল মানি এক্সচেঞ্জ আপাতত বন্ধ ঘোষণা করুন!
৩) রেমিট্যান্সে বোনাস/ ইন্টেন্সিভ বৃদ্ধি করুন!
৪) যে সকল পণ্যে আমদানী শুল্ক বেশি তার জন্য ফিক্সড ট্যাক্স চালু করুন – আন্ডার ইনভয়েস বন্ধ করুন!
অধ্যাপক জাহাঙ্গীর আলম
সম্পাদক
দৈনিক প্রাচ্যবাণী!