ট্রেবলেই চোখ ম্যানসিটির

অনলাইন ডেস্ক

১৯৯৮-৯৯ মৌসুমে স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে ট্রেবল জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর টানা দুই যুগ এক মৌসুমে কোনো ক্লাব জিততে পারেনি চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ এবং এফএ কাপ। এবার সেই সুযোগ ম্যানইউর চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সামনে। চ্যাম্পিয়নস লিগ আর এফএ কাপের ফাইনালে পৌঁছেছে পেপ গার্দিওলার দল।
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান আর এফএ কাপে ম্যানইউ।
পরশু তিন ম্যাচ হাতে রেখে ম্যানসিটি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগ, যা ট্রেবলের পথে বড় পদক্ষেপ। তাই গার্দিওলাকে প্রশংসায় ভাসালেন ম্যানইউ কিংবদন্তি গ্যারি নেভিল, ‘যোগ্য হিসেবেই ইংল্যান্ডের একমাত্র ট্রেবলজয়ী কোচ হয়ে আছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। গার্দিওলা ট্রেবল জিতলে যোগ্য সঙ্গী হবেন তার। কারণ ফার্গুসন যা করেছেন সেই রেকর্ড স্পর্শ করবেন তিনি।’
সাত বছর আগে ম্যানসিটিতে যোগ দেওয়ার পর এটি পেপ গার্দিওলার পঞ্চম প্রিমিয়ার লিগ শিরোপা। গত ১৪ মৌসুমে তিনি স্পেন, জার্মানি আর ইংল্যান্ডে জিতেছেন ১১টি লিগ। বার্সেলোনায় এক মৌসুমে জিতেছেন ছয় শিরোপার ছয়টিই। এবার তার চোখ ট্রেবলে। সেই স্বপ্ন পূরণ হলে ম্যানসিটিতে থেকে যাবেন নাকি বেরিয়ে পড়বেন নতুন অভিযানে? স্কাই স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে আগে ট্রেবল নিশ্চিত করতে চাইলেন তিনি, ‘আগে আমরা এগুলো জিতি, এরপর আমাকে প্রশ্ন করতে পারেন এ নিয়ে। তখনই বলব আমি কী ভাবছি। ম্যানইউর সঙ্গে ম্যাচটি কি সহজ হবে (এফএ কাপ ফাইনাল)? ইতালিয়ান দলটির বিপক্ষে কী হবে, যারা নিজেদের ফেভারিট ভাবছে না (ইন্টার মিলান)। এখন এ নিয়েই ভাবছি। এরপর যদি আমরা ট্রেবল জিতি, তখন অবশ্যই আমি বলব (ম্যানসিটিতে থাকব কি না)।’

Related Articles

Back to top button