টাকা দিয়ে রোহিঙ্গাদের দলে ভেড়ানোর চেষ্টায় ‘হরকাতুল জিহাদ’
অনলাইন ডেস্ক

মিয়ানমারের রাখাইন থেকে বাস্তুচ্যুত হয়ে ২০১৭ সালে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয় ৯ লাখের বেশি রোহিঙ্গা। পাঁচ বছর পেরিয়ে এখন রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১১ লাখে। কিন্তু মানবিক বিবেচনায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যেন বর্তমানে ‘বিষফোড়া’হিসেবে রূপ নিচ্ছে। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তারা। জড়িয়ে পড়ছে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গেও। আর রোহিঙ্গাদের দলে ভেড়াতে তৎপর জঙ্গি সংগঠনগুলোও।
এরইমধ্যে রোহিঙ্গাদের দলে ভেড়াতে সাহায্য-সহযোগিতার আড়ালে আর্থিক সহায়তা দিচ্ছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি)। সংগঠনটি ২০১৭ থেকে ২০২২ সাল পাঁচ বছর পর্যন্ত গোপনে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে আর্থিক সহায়তা দিলেও তা প্রকাশ পায় গত ২৮ জানুয়ারি।
রোহিঙ্গাদের সমন্বয়ে পাহাড়ে প্রশিক্ষণ শিবির গড়ে তোলার পরিকল্পাও নেয় সংগঠনটি। তাদের মূল লক্ষ্য ছিল রোহিঙ্গাদের সঙ্গে নিয়ে দেশে বড় ধরনের নাশকতার মাধ্যমে নতুন করে হরকাতুল জিহাদের অস্তিত্ব জানান দেওয়া।