জাপানি রাজকুমারীর সঙ্গে প্রেমে পাশ করে আইনে ফেল!

আন্তর্জাতিক ডেস্ক
জাপানি রাজকুমারী মাকোর সঙ্গে প্রেমে পাশ করলেও যুক্তরাষ্ট্রের আইনবিষয়ক একটি পরীক্ষায় ফেল করেছেন কেই কুমুরো।
তবে আগামী ফেব্রুয়ারিতে আবারও পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। স্বামীর এই দুঃসংবাদে একটুও বিচলিত নন মাকো।
তিনি জানিয়েছেন, সবসময় স্বামীকে সমর্থন দিয়ে যাবেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মাকো ও কেই কুমুরোর পরিচয়। সে সময় সম্পর্কে জড়ান তারা।
নানা নাটকীয়তার পর গত ২৬ অক্টোবর তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আগেই রাজপ্রাসাদ ছাড়েন মাকো।