জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা

রংপুর ব্যুরো
জাতীয় পার্টি রংপুর মহানগর কমিটির কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে একটি কর্মশালা হয়েছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে ইউএসএআইডি এবং ইউকে এইড-এর অর্থায়নে বুধবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা কর্মশালার উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ অব পার্টি এল পি এল লেসলি রিচার্ডস।
উদ্বোধনী অধিবেশনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র ফেলো, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক। কৌশলগত কর্মপরিকল্পনা কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র পরিচালক মো. আব্দুল আলিম।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পরিচালক আমিনুল এহসান ও শাম্মী লায়লা ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রিজিওনাল ম্যানেজার আলী ইজাদ ও প্রোগ্রাম মানেজার মোরতোজা ইয়াসমিন। কর্মশালায় অংশগ্রহণ করেন জাতীয় পার্টির রংপুর মহানগর কমিটির সহ-সভাপতি আতাউর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, কেন্দ্রীয় সদস্য রংপুর মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাঠান, কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, তারিকুল ইসলাম, কাজী খন্দকার, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও জাতীয় মহিলা পার্টির রংপুর জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ নাহিদা ইয়াসমিন, জাতীয় মহিলা পার্টি রংপুর মহানগর আহ্বায়ক জেলি রহমান, রংপুর মহানগর সদস্য সচিব জেসমিন আক্তার, যুগ্ম আহ্বায়ক জোসনা বেগম, যুগ্ম আহ্বায়ক রুকাইয়া, জাতীয় পার্টির রংপুর মহানগর কমিটির অর্থ সম্পাদক আনসারুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক ও স্বেচ্ছাসেবক পার্টির রংপুর মহানগর আহ্বায়ক ফারুক হোসেন মন্ডল, জাতীয় যুব সংহতির রংপুর মহানগর সভাপতি শাহীন হোসেন জাকির, ছাত্র বিষয়ক সম্পাদক ও ছাত্রসমাজ রংপুর মহানগর আহ্বায়ক ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় ছাত্র সমাজ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কারমাইকেল বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আরিফ আলী, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর কমিটির নেতা শাহ আলম ও শাহাদাত হোসেন।